কাজী আমীরুল ইসলাম, বীরভূম আপনজন: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ ২ বছর তিহার জেলে গরু পাচার কাণ্ডে বন্দী ছিলেন। সবেমাত্র ই ডি ,সিবিআই তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং বোলপুর নিজের বাসভবনে ফিরেছেন। অনুব্রত মণ্ডল বোলপুরে ফেরার পরই নেতা, মন্ত্রী ,কর্মী, সমর্থক ও সাধারন মানুষ সকলেই একে একে দেখা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করতে আসেননি। এই নিয়ে চলছিল বীরভূমে রাজনৈতিক মহলে জোর চর্চা। আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটলো অবশেষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাক্ষাৎ করতে এলেন বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে তার রাজনৈতিক জীবনের গুরু অনুব্রত মণ্ডলের সঙ্গে। কাজল শেখ বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন অনুব্রত মণ্ডল আমার অভিভাবক এবং রাজনৈতিক গুরু। তাই আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুরু শিষ্যের সাক্ষাৎ হলো। দীর্ঘ দু বছর পর গুরু শিষ্যের সাক্ষাৎ। কাজল শেখ জানান অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থ তার খোঁজ খবর নিলাম এবং তিনি কেমন আছেন তা জিজ্ঞেস করলাম। এখন এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোন কথাবার্তা হয় নি। অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে বলে জানান কাজল শেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct