মোহাম্মদ জাকারিয়া , ইসলামপুর আপনজন: ইসলামের মহান আদর্শ ও নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে উত্তর দিনাজপুরে আয়োজিত হতে যাচ্ছে জমঈয়তে আহলে হাদীসের বিশাল জেলা সম্মেলন। আগামী ২ অক্টোবর গোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এই সম্মেলন, ইসলামী চিন্তাধারা ও সমাজের কল্যাণমূলক দিকগুলো নিয়ে আলোকপাত করবে। কেন্দ্রীয় সভাপতি আসগার আলি ইমাম মাহদী সালাফীর বিশেষ উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলন ধর্মীয় ভাবগম্ভীরতায় ভরপুর হতে চলেছে, যেখানে বিশিষ্ট ইসলামিক বক্তারা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামী ২ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমঈয়তে আহলে হাদীস সংগঠনের জেলা সম্মেলন। এই জেলা সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমঈয়তে আহলে হাদীস সংগঠনের ভারতের কেন্দ্রীয় সভাপতি আসগার আলি ইমাম মাহদী সালাফী ও মাদানী সাহেব। এছাড়াও বিভিন্ন ইসলামিক বক্তাগণ উপস্থিত থাকবেন। সম্মেলনে ইসলাম নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট বক্তাগণ। আশেপাশের এলাকার মুসলিম সমাজকে এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct