অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট আপনজন: দীর্ঘ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা।
এই অভিযোগে শুক্রবার গণঅবস্থান বিক্ষোভে সামিল হন দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা। বালুরঘাটে অবস্থিত জেলাশাসকের দপ্তরের সামনে চলে এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, দীর্ঘ প্রায় দশ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো মিলছে না তাঁদের বেতন। দক্ষিণ দিনাজপুরে জেলার পার্শ্ববর্তী জেলাগুলিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত বেতন পেলেও, এই জেলা শিক্ষক শিক্ষক-শিক্ষিকারা বেতন পাচ্ছেন না। গত ডিসেম্বর মাসের ১৫ তারিখে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হলেও এখানকার শিক্ষক শিক্ষিকারা কোন বেতন পাচ্ছেন না। এই দাবিতেই এদিন সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। অবস্থান বিক্ষোভ কর্মসূচির আগে সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপরে সংগঠনের সদস্যদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে লিখিত আকারে তাঁদের দাবি পত্র তুলে ধরেন। অন্যদিকে, অবস্থান বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকের দপ্তরের সামনে মোতায়ন ছিল প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলার সম্পাদক বিশ্বজিৎ বর্মন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য পরিমল বর্মন সহ রাজবংশী ভাষার স্কুল গুলির শিক্ষক-শিক্ষিকারা।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে পরিমল বর্মন জানান, ‘মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষার স্কুল গুলিকে সরকারি অনুমোদন দিয়েছিল। শিক্ষক-শিক্ষিকারাও সরকারিভাবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এর আগে জেলা শাসকের দপ্তরের আমরা অনেকবার এসেছি। আলোচনাও হয়েছে। তবুও এই সমস্যার সমাধান হয়নি। তবে আজ জেলা শাসকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের বেতন দেবার জন্য সমস্ত নির্দেশিকা চলে এসেছে। পুজোর আগেই আমাদের এই বকেয়া বেতন মিটিয়ে দেয়া হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct