সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: গত কয়েক দিন ধরে নিম্নচাপের জেরে নাজে হাল সীমান্ত এলাকার মানুষের,তার উপর আবার ফারাক্কা বাঁধের জল ছাড়তেই জল মগ্ন হয়ে পড়েছে জলঙ্গী ব্লকের পদ্মা নদী তীরবর্তী এলাকা।মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাগর পাড়া ঘোষপাড়া সাহেব নগর অঞ্চলের পদ্মা নদী তীরবর্তী এলাকায় জল উঠেছে আর তার জেরে নাজেহাল হয়ে পড়েছে তারা,বিশেষ করে হাট বাজার করতে আসতে হয় পদ্মা নদীর জল পেরিয়ে নৌকায় করে ,আর পর্যাপ্ত পরিমাণে নৌকার ব্যবস্থা না থাকলেও যে গুলো রয়েছে তাতে মাঝিরা তাদের নিজ দায়িত্বে সাধারণ মানুষের জন্য চালিয়ে যাচ্ছে।সীমান্তের এক চাষি জানান যে তার কয়েক বিঘা জমির কলাই ও একানি নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলে।তার ফলে আর্থিক ভাবে ভেংগে পড়েছি বলেও জানান।
আরো এক সীমান্তের চরে বসবাস কারী মহিলা বলেন আমরা বাড়িতে রাতে না ঘুমিয়ে জেগে জেগে কাটাচ্ছি কারণ বন্যার জল বাড়ায় সাপের উৎপত্তি বেড়ে যায় তার ফলে ঘুম ছুটেছে সকলের।তবে সাপে কাটা ওষুধ যদি চরের গ্রামে মজুত রাখা হয় তাহলে আমরা বেশি উপকৃত হব।কারণ হঠাৎ করে রাত্রিতে যদি সাপে কাটে তাহলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া অনেক কষ্টের ,বিএসএফের পারমিশন পাশাপশি নৌকার ব্যবস্থা তেমন নেই রাত্রিতে।
ঘটনায় সরকারি সাহায্যের আবেদন জানায় চরের বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct