সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলায় চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর! উৎকর্ষ বাংলা ও কারগরী বিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে হাজির ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট দফতর। রাজ্য সরকারের ওই দপ্তরের পক্ষ শুক্রবার বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো ‘জব ফেয়ার’। উল্লেখ্য, বাঁকুড়া জেলায় উৎকর্ষ বাংলা ও কারগরী বিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এই জব ফেয়ারের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োগ পাবেন। উপযুক্ত যোগ্যতা সহ সঠিক ডকুমেন্টেশন করার পর ইন্টারভিউতে ভালো পারফরম্যান্স করতে পারলেই হাতে হাতে নিয়োগপত্র পাবেন, এমনটাই সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গেছে।
এদিন উপস্থিত বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক বিবেক দত্তাত্রেয় ভাসমে বলেন, উৎকর্ষ বাংলা ও কারগরী বিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত ১ হাজার ৪০০ জন কর্মপ্রার্থী এদিনের ‘জব ফেয়ারে’ অংশ নিয়েছেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার প্রতিনিধিরা কর্মপ্রার্থীদের নির্বাচিত করবেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct