আপনজন ডেস্ক: সব ধরনের ক্রিকেট ছেড়েছেন ডোয়াইন ব্রাভো। এটা পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, ক্রিকেট ছাড়ার এক দিন পরই নতুন দায়িত্বে যোগ দিয়েছেন ব্রাভো। আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হলেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। গত মৌসুমে কলকাতাকে আইপিএল ট্রফি জেতানোর পর ভারত ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর।
আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে যোগ দেওয়া ব্রাভোর জন্য নতুন নয়। ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে খেলা ব্রাভো গত দুই মৌসুমে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। ২০২২ সালে খেলোয়াড় হিসেবে আইপিএল ছাড়া ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে।
চেন্নাই ছিল ব্রাভোর পরিবারের মতো। ২০১১ সাল থেকে খেলা দলটির হয়ে চারটি শিরোপা জিতেছেন ব্রাভো, যার তিনটি ক্রিকেটার হিসেবে। কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ২০২৩ সালে, প্রথম মৌসুমেই জিতেছিলেন শিরোপা। এ ছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ব্রাভো।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্রাভো সম্প্রতি সিপিএল চলার সময়ে কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইশোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর দীর্ঘ মেয়াদে চুক্তির সিদ্ধান্ত এসেছে। শুধু আইপিএলে কলকাতার নয়, ব্রাভো বিভিন্ন লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সব দলের দায়িত্বে থাকবেন।
কলকাতার দায়িত্ব নিয়ে এক বিবৃতিতে ব্রাভো বলেছেন, ‘সিপিএলে ১০ বছর ধরে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের সদস্য। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের হয়ে ও বিপক্ষে খেলেছি, তারা যেভাবে কাজ করে সেটার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক ব্রাভো। ৫৮২ ম্যাচের ৫৪৬ ইনিংসে বোলিং করে নিয়েছেন ৬১৩ উইকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের মৌসুম শেষ করে অবসর নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান ত্রিনবাগো নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।
এতে সিপিএলের বাকি মৌসুম থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেছে। এরপর সব ধরনের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ব্রাভো। এক দিন পরই এসেছে নতুন ঘোষণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct