আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় আঘাত হেনেছে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন। বৃহস্পতিবার হারিকেনটি স্থলভাগে আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তারা অবশ্য আগেই ভয়াবহ পরিস্থিতি এবং সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের সতর্কতা জারি করেছিলেন। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে ভয়াবহ ঝড়ে ১১ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং বহু রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েক দশকের মধ্যে মেক্সিকো উপসাগরীয় ঝড়গুলোর মধ্যে এটিই বড় ধরনের ঝড় বলে মনে করা হচ্ছে।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেরি শহরের কাছে স্থলভাগে আঘাত হেনে দ্রুত শক্তিশালী হয়ে হারিকেনটি ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct