আপনজন ডেস্ক: হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি কিয়েভের জন্য বাড়তি ২৪০ কোটি ডলার সামরিক সহায়তা মঞ্জুর করেন এবং আরও ৫৫০ কোটি ডলারের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
তবে খবর বলছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং ভবিষ্যত মার্কিন প্রশাসন কার হাতে যাবে, তার ওপর ইউক্রেনের সহায়তার ভবিষ্যৎ নির্ভর করছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে, এমন আশ্বাস পেয়েছেন জেলেনস্কি। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলে ইউক্রেনের সহায়তায় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। ট্রাম্প পূর্বে এমনও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার অধীনে রেখে সমঝোতায় পৌঁছাতে পারেন। কমলা হ্যারিস এই প্রস্তাবকে বিপজ্জনক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকেও তিনি ট্রাম্পের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct