নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৯ বছর পর নিয়োগ জট কেটেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার। তাই এবার শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে। আর এবার প্রকাশ করল নিয়োগ করার জন্য কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। শুক্রবার স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশের এক মাসের মধ্যেই উত্তীর্ণ প্রার্থীদের তিন দফা কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করেছে। এই কাউন্সেলিং অনুষ্ঠিত হবে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদনে।
৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আচার্য সদনে শুরু হচ্ছে কাউন্সেলিং। একেবারে আদালতের নির্দেশ মেনেই এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হচ্ছে। যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হবে তার জন্য বেশ কয়েক দফায় কাউন্সেলিং হবে। তবে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে আপাতত ৩ ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জনের। কোন দিন, কোন বিষয়ের কতজন প্রার্থীকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পুজোর আগে মাত্রই এই দুদিন কাউন্সেলিং হবে। তারপর আবার পুজোর পরে কাউন্সেলিং হবে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর। বাকি থাকা প্রার্থীদের আবার কবে কাউন্সেলিং হবে তার কথা অবশ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কারণ, এসএসসির মেধা তালিকায় স্থান পাওয়া সকল প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে কাউন্সেলিং হবে ৮৯৪৫ জন প্রার্থীর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে কাউন্সেলিং-এর ইন্টিমেশন লেটার। ২০১৫ সারে পরীক্ষার পর থেকে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। হাইকোর্টের রায়ে সেই জট কাটতে চলেছে। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct