চন্দনা বন্দ্যোপাধ্যায় , কাকদ্বীপ আপনজন: একটি গাছ মায়ের নামে কর্মসূচীর অঙ্গ হিসাবে এবার সুন্দরবনের কুলতলিতে আম্রপলি আম গাছের চারা তুলে দিলেন কেন্দ্রীয় সংস্থা সি আর আই জে এ এফ। দেশের প্রধানমন্ত্রী গত ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি গাছ মায়ের নামে এক কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল জমির ক্ষয় রোধ করা,খরা প্রতিরোধ ক্ষমতা তৈরি করা ও ভাঙন প্রতিরোধ করা। এই প্রকল্পের মাধ্যমে দেশকে সবুজায়ন করার লক্ষ্যে প্রত্যেক নাগরিক তাঁর মায়ের নামে একটি করে গাছ রোপন করলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত হবে। বৃহস্পতিবার সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তী ব্লকের কুলতলিতে কেন্দ্রীয় পাট ও সমবর্গীয় তন্তুঅনুসন্ধান সংস্থা ও সুন্দরবনের স্বেচ্ছাসেবী সংস্থা কুলতলি মিলন তীর্থ সোসাইটির যৌথ উদ্যোগে সুন্দরবনেরপ্রান্তিক তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য কে সামনে রেখে একটি করে আম্রপলি আম গাছের চারা তুলে দেওয়া হল। প্রত্যেকে তাঁর মায়ের নামে আম গাছের চারাটি বাড়িতে গিয়ে রোপন করবে এবং মায়ের মত যত্ন সহকারে গাছটি শুশ্রূষা করার শপথ গ্রহণ করেন এদিন। প্রায় তিন হাজার মহিলা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্যতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় পাট ও সমবর্গীয় তন্তু অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডঃ গৌরাঙ্গ কর বলেন,দেশের প্রধানমন্ত্রী গত ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে নতুন দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে জনসাধারণের গাছ রোপনের মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি চালু করেন । যার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দেশে সবুজায়নে বিপ্লব ঘটতে পারে। অন্য ধারে ফলের চারা রোপণ করতে পারলে বিশেষত মহিলাদের আর্থিক উন্নয়ন সম্ভব,আগামী দিনে সুন্দরবনের আর্থ সামাজিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক দিকে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ অন্যদিকে উন্নত প্রযুক্তিতে তৈরি ফলের চারা লাগিয়ে ছোট পরিবারগুলির আর্থিক উন্নত করা যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct