নিজস্ব প্রতিএবদক, আপনজন, কলকাতা: আসন্ন দুর্গাপুজোয় ফায়ার এস্টিংগুইসার ২টি করে প্যান্ডেলে রাখতে হবে। যদি কেউ চালাতে না পারে তাহলে তাদের ট্রেনিং দেওয়া হবে। সোমবার থেকে কলকাতার বড় পুজো প্যান্ডেলে দমকল বিভাগের পরিদর্শন করা হবে ডিজির নেতৃত্বে । বেশ কয়েকটি সচেতনতা ক্যাম্প করা হবে দুর্গাপূজোর সময়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। মানুষকে সচেতন করার জন্য ২৫টি করা সচেতনতা ক্যাম্প করা হবে দুর্গাপূজোর সময়।৯৬টি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলা মিলিয়ে। ৭৫টি নতুন ফায়ার টেন্ডার আসছে পুজোর আগেই। ২০টি সিম বেশ ওয়াকিটকি থাকবে। তারাপীঠে মানুষের কথা ভেবে ফেয়ারস্টেশন হবে।
ছোট ব্যবসায়ী দের জন্য অগ্নি নির্বাপক সার্টিফিকেটের জন্য নিজেরাই NOC দিতে পারবে।কালীঘাট ,টালিগঞ্জ ফায়ার ব্রিগেডের সংস্কার কাজ শুরু হয়েছে বলে দমকলমন্ত্রী জানান। তিনি বলেন, মার্চ এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে। ইন্সপেকশন ছাড়াই অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে । পুজো প্যান্ডেল এর জন্য ফায়ার অনুমতি নেওয়ার সময় বলে দেওয়া হচ্ছে ফায়ার এস্টিংগুইসার ২টি করে প্যান্ডেলে রাখতে হবে।
যদি কেউ চালাতে না পারে তাহলে তাদের ট্রেনিং দেওয়া হবে। নাম না করে আগের সরকার এর কথা টেনে দমকল মন্ত্রী বলেন, আগে দমকল সময়ে পৌছাত না , এখন এই অভিযোগ আর আসে না। গোটা রাজ্যে দমকল কেন্দ্র ২০০টি গড়ে তোলার টার্গেট রয়েছে। আগামী দিন নতুন দমকল কেন্দ্র গুলির উদ্বোধন মুখ্যমন্ত্রী সময় দিলেই করা হবে বলে দমকলমন্ত্রী জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct