নিজস্ব প্রতিবেদক , কলকাতা আপনজন: বিদ্যাসাগর কোন কাল খন্ডে প্রাসঙ্গিক নয়।বঙ্গ জীবন যতদিন থাকবে বিদ্যাসাগর মহাশয় ততদিনই প্রাসঙ্গিক থাকবেন। ২০৫ তম জন্ম দিনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলেজ স্কোয়ারে মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।বৃহস্পতিবার বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
এসএসসির মেধা তালিকা প্রকাশ প্রশ্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন এ ব্যাপারে নির্দিষ্টভাবে এসএসসির চেয়ারম্যান জানাতে পারবেন। আমি শুধু বলব মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা চেয়েছিলেন, ইচ্ছে প্রকাশ করেছিলেন দ্রুত নিয়োগের। আদালতের নির্ধারিত সময়ের আগেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে। কাউন্সেলিং এর প্রক্রিয়াও শুরু হবে। তবে তা নির্দিষ্ট করে দিনক্ষণ এস এস সি চেয়ারম্যান বলতে পারবেন।
আমরা তো আশাবাদী। এর আগেও আমরা বলেছি, একে একে জট আমরা ছাড়াবো। প্রাথমিকে নিয়োগ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া এবং একটা স্টেবল অবস্থাতে এসে যাবে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী যেমনটা চান সেটাই হবে। বিজেপির রাজ্য সভাপতির আনা থ্রেট কালচার অভিযোগ প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী বলেন, সুকান্ত বাবুর মনে হয় জানা নেই কোথাও তৃণমূল ছাত্র পরিষদের কোন ইউনিয়ন নেই। উনি যদি খবর নিতেন জানতে পারতেন সাত বছর কোন নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী ২৮অগস্ট ঘোষণা করেছেন পুজোর পর ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার কথা ভাবতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct