দেবাশীষ পাল , মালদা আপনজন: ফের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল অস্থায়ী সাফাই কর্মীরা। কর্মীদের অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট লাগবে এমনটাই দাবি অস্থায়ী কর্মীদের দিতে হবে বলে জানিয়েছে কন্ট্রাক্টর। মালদাতে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা।বৃহস্পতিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিক্যাল কলেজে ১৭০জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় ৩০ বছর ধরে তাঁরা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারের নতুন আইন যাঁরা কাজ করছেন, তাঁদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য ৮মাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনরকম সার্টিফিকেট না দিয়েই। তারা সাফাই কর্মী টিপ সই দিয়ে বেতন তোলেন। তারা সার্টিফিকেট কোথায় পাবে। অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ এখনো পর্যন্ত তাদের পুজো আর মাত্র কয়দিন এখনো পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকেও তুলে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাইকর্মীরা। অস্থায়ী সাফাই কর্মীরা বলেন আমরা কোথায় পাবো অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট আমরা যদি পড়াশুনা জানতাম তাহলে টিপসই দিয়ে টাকা তুলতাম কেন এতদিন ধরে কোন সমস্যা ছিল না আজ হঠাৎ নতুন করে নিয়ম চালু হচ্ছে আমরা যাব কোথায় সামনে পুজো পুজোর বোনাস দেওয়ার কথা থাকলো এখন পর্যন্ত কোন বোনাস পাওয়া যায়নি।তাই আজ অস্থায়ী কর্মীরা সকাল থেকে হসপিটাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct