নিজস্ব প্রতিবেদক , বহরমপুর আপনজন: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৫ তম জন্মদিবসে বাংলা পক্ষ মুর্শিদাবাদ জেলা আয়োজিত “শিক্ষক দিবস”-এর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বহরমপুর শহরে ‘সাংবাদিক সংঘ’ সভাঘরে ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনুষ্ঠান শুরু হতে বেশ খানিকটা দেরী হলেও আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে শিক্ষক দিবসের আয়োজন ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠানের শুরুতে বাংলা পক্ষ মুর্শিদাবাদ জেলা সম্পাদক অরিন্দম চন্দ্র তার প্রাককথনে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রেষ্ঠ শিক্ষক এবং কেন তাঁর জন্মদিনই শিক্ষক দিবস পালিত হওয়া যুক্তিযুক্ত তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন “বিদ্যাসাগর তাঁর একটা জীবনে যত কাজ করে গেছেন তা হয়তো কয়েকশো জনের পক্ষে সম্ভব; কিন্তু তা একা করে যে দৃষ্টান্ত বিদ্যাসাগর স্থাপন করেছেন তা পৃথিবীতে বিরল।”
সভায় সভাপতিত্ব করেন বাংলা পক্ষ’র শীর্ষ পরিষদ সদস্য মনোজিৎ বন্দ্যোপাধ্যায়। এবং তিনিই ছিলেন সভার মুখ্য বক্তা। বক্তৃতায় তিনি বিদ্যাসাগরের জাতীয়তাবাদী চেতনার ব্যাখ্যা করেন; এবং জানান বর্তমান বাঙালি সমাজে জাতীয়তাবাদী ভাবধারার সূত্রপাত ঘটানোর কাজটি করেছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জানান ২০১৮ সাল থেকে প্রতিবছর ২৬ সেপ্টেম্বর বাংলা পক্ষ শিক্ষক দিবস হিসেবে পালন করে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার একজন করে বিশিষ্ট ব্যক্তিকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।” এরপর বিশিষ্ট ইতিহাসবিদ খাজিম আহমেদ, যাঁকে মুর্শিদাবাদের ডিরোজিও আখ্যা দেওয়া হয় - তাঁর হাতে “বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান-১৪৩১” তুলে দেওয়া হয়। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বাংলা পক্ষ মুর্শিদাবাদ জেলা সদস্য ওফেলিয়া চন্দ্র দত্ত। জেলা সম্পাদক মানপত্র পাঠ করেন। এবং মানপত্র ও স্মারক খাজিম আহমেদের হাতে তুলে দেন মনোজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শেখপাড়া পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানুজ্জামান; সঙ্গে ছিলেন জেলার এক ঝাঁক বিশিষ্ট শিক্ষাবিদ।
এরপর খাজিম আহমেদ তাঁর বক্তৃতায় বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন দিক এবং সেখান থেকে কিভাবে বাঙালি জাতীয়তাবাদ পরিপুষ্ট হয়েছে উদাহরণ সহযোগে তার ব্যাখ্যা করেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন --- আজকে যে উন্নত বোধসম্পন্ন, কুসংস্কার মুক্ত বাঙালি সমাজ আমরা দেখতে পাচ্ছি তার অন্যতম নির্মাতা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।সভায় শেষ বক্তা ছিলেন শেখপাড়া পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালনের বাংলা পক্ষ’র প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন কবি ও লেখক অরূপ চন্দ্র, চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, চিত্রশিল্পী মিজানুর খান, শিক্ষক সুদীপ্ত দাস, ইউনূস আলী, সমীর নাগ, জয়নুল আবেদিন, সাংবাদিক হাসান শেখ এবং আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct