আপনজন ডেস্ক: ফুটবলের সঙ্গে অর্থের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে ক্লাব ফুটবলে অর্থই অনেক ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে। ফুটবলারদের ক্লাব বদলানোর পেছনেও বড় ভূমিকা রাখছে অর্থ। ফুটবলপ্রেমীরাও বিষয়টি নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। প্রিয় খেলোয়াড়দের কে কেমন বেতন পান, তা নিয়েও আছে কৌতূহল। ক্লাব ফুটবলে টাকার ছড়াছড়ি সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লিগে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ঘরোয়া প্রতিযোগিতায় সবচেয়ে বেশি তারকা ফুটবলারও খেলেন। গ্রীষ্মকালীন দলবদলে এখন তো প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়মিতই ১০০ কোটি পাউন্ড (১৬ হাজার ১০ কোটি টাকা) খরচ করছে। যদিও কোন খেলোয়াড় কত পারিশ্রমিক পাচ্ছেন, অনেকেরই তা অজানা থেকে যাচ্ছে। ক্লাবগুলোও পারিশ্রমিকের অঙ্কটা প্রকাশ্যে আনে না।
তবে ফুটবল অর্থনীতি ও বেতনবিষয়ক বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘ক্যাপোলজি’ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের ২০ ক্লাবের ৫৩৯ জন খেলোয়াড়ের সাপ্তাহিক বেতনের তালিকা প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মৌসুমে সপ্তাহে সবচেয়ে বেশি পাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ামের এই তারকা মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির কাছ থেকে প্রতি সাত দিনের জন্য পান ৪ লাখ পাউন্ড (৬ কোটি ৪০ লাখ টাকা)। সবচেয়ে কম বেতন পান বোর্নমাউথের উইল ডেনিস। এই গোলকিপার পান ২ হাজার পাউন্ড (৩ লাখ ১৯ হাজার টাকা)।
বেতনে শীর্ষ দশের চারজনই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলোয়াড়। তিনজন খেলোয়াড় সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের, দুজন আর্সেনালের এবং একজন লিভারপুলের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct