মোস্তাফিজুর রহমান, চেন্নাই, আপনজন: মহামেডান-১ (রেমসাঙ্গা)। চেন্নাইন এফসি-০।
প্রথম দুটো ম্যাচে জয়ের দোরগোড়া থেকে খালি হাতে ফিরতে হয়েছিল মহামেডানকে।কিন্তু তৃতীয় ম্যাচে তাও আবার অ্যাওয়ে, দুবারের আইএসএল চ্যাম্পিয়নকে হারিয়েই নিজেদের আইএসএল ইতিহাসে প্রথম জয়ের ছাপ রেখে গেল সাদাকালো যোদ্ধারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আক্রমনাত্মকভাবেই শুরু করে কলকাতার অন্যতম প্রধান। ফলস্বরূপ ম্যাচের ৩৫ মিনিটেই সুযোগ এসে গিয়েছিল মহামেডান সমর্থকদের হার্টথ্রুব অ্যালেক্সিজের সামনে। গোলকিপারকে ডজ করেও পোস্টে প্রতিহত হয় তাঁর শট। কিন্তু মিনিট তিনেকের মধ্যেই পোস্টে লাগার আক্ষেপ মিটিয়ে দেন রেমসাঙ্গা। চেন্নাইন ডিফেন্ডারের ব্যাক হেড দুরন্ত ফলো করে গোলকিপারের নাগাল এড়িয়ে ১-০ করেন রেমসাঙ্গা।
হতে পারতো আরও খান দুই, যদি রেফারি পেনাল্টি বঞ্চিত না করতেন।
তবে, ম্যাচের একদম শেষ মূহুর্তে মাঞ্জুকি পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়িয়ে নিশ্চিন্তে থাকতে পারতো মহামেডান। কেননা অতিরিক্ত সময়ের গেরোয় এদিনও ৯০+৪ মিনিটে গোললাইন সেভ করেন মহামেডানের জুইডিকা।
সব নেতিবাচকতা দূরে সরিয়ে মহামেডান সমর্থকরা নিজেদের আইএসএল ইতিহাসের প্রথম জয়ে মগ্ন। এবারের আইএসএল-এ কলকাতা থেকে খেলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং। পাশাপাশি ৫ অক্টোবরের ডার্বিতে কি মোহনবাগানকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলো মহামেডানের আজকের জয়? উত্তরের অপেক্ষায় সময়!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct