আপনজন ডেস্ক: দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালালো চীন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রশান্ত মহাসাগরে আইসিবিএম ছোড়া হয় বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এই পরীক্ষা চালানো হয়। একটি নকল ওয়ারহেড ছিল তাতে। সমুদ্রের নির্ধারিত অংশেই পড়েছে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষাটি নিজেদের বার্ষিক পরিকল্পনার অংশ বলে জানিয়েছে চীন। যথাযথ আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়েছে বলেও দাবি তাদের।
সাধারণত নিজেদের আকাশসীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে বেইজিং। ১৯৮০ সালের পর আন্তর্জাতিক জলসীমায় এটাই তাদের প্রথম আইসিবিএমের পরীক্ষা। জাপানের দাবি, আগে থেকে সতর্ক করেনি চীন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct