আপনজন ডেস্ক: বিজেপি শাসিত রাজস্থান সরকার উদয়পুর জেলার মাভলিতে একটি মাদ্রাসা (শিক্ষার উদ্দেশ্যে) নির্মাণের জন্য বরাদ্দ জমি বাতিল করার আদেশ জারি করেছে। ওই জমি মাদ্রাসা ইসলামিয়া গাউসিয়া আঞ্জুমান মাভলিকে বরাদ্দ করা হয়েছিল। ২০২২ সালে অশোক গেহলটের নেতৃত্বাধীন পূর্ববর্তী কংগ্রেস সরকার মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, ধর্মশালা এবং অন্যান্য ভবন নির্মাণের জন্য পাবলিক ইউটিলিটি আইন ১৯৬৩ অনুযায়ী সরকারি জমি বরাদ্দ করেছিল ৪ বিঘা ১৬ কাটা জমি।
কিন্তু হিন্দুত্বাবাদী কিছু গোষ্ঠীর লাগাতার বিরোধিতা ও বিক্ষোভের কারণে খাদ্যমন্ত্রী ভজন লাল শর্মার নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার সেই জমি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আদেশে আরও নির্দেশ দেওয়া হয়, বরাদ্দের সময় দাখিলকৃত প্রতিবেদন ও চলতি রেফারেন্স প্রতিবেদনের মধ্যে অসঙ্গতি নিয়ে তদন্ত করে দায়ী কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেরি না করে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে বিভাগকে অবহিত করা উচিত।
সোমবার সর্ব হিন্দু সমাজ নামে একটি দক্ষিণপন্থী সংগঠন মাভলিতে বনধ বাতিলের দাবিতে বনধের ডাক দেয়, সেই সময় কয়েকশো লোক রাস্তায় নেমে ধর্নায় বসে। এরপর শহরের বাজারগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ ফতেনগর, সানওয়াদ, ঘাসা, ডাবক, পালানাকানলা এবং খেমলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এলাকার নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সিপি জোশীও জমি বণ্টনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। তারা মাদ্রাসার জমির অনুমতি বাতিলের দাবি জানান। সেই দাবি মেনে নিল রাজস্থানের বিজেপি সরকার।
ডেপুটি সেক্রেটারি বার্দি চাঁদ গাঙ্গওয়াল উদয়পুর জেলা কালেক্টর অরবিন্দ পোসওয়ালকে পূর্ববর্তী বিভাগীয় অনুমোদন ( ২৮ জানুয়ারি, ২০২২ তারিখের) বাতিল করার নির্দেশ দিয়েছেন, যাতে মাভলিতে চার বিঘা ১৬ বিঘা জমি মঞ্জুর করেছিল। সেসময় রাজস্থান ভূমি রাজস্বের আওতায় অশোক গেহল সরকার জমিটি বিনামূল্যে বরাদ্দ করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct