আপনজন ডেস্ক: ২০০২ সালের দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জনকে শাস্তি গুজরাত সরকার মওকুফ করলেও তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় ঘোষণার সময় গুজরাত সরকার সম্বন্ধে সুপ্রিম কোর্টের মন্তব্য পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চও উন্মুক্ত আদালতে রিভিউ পিটিশন তালিকাভুক্ত করার আবেদন খারিজ করে দেয়।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, রিভিউ পিটিশনে আদেশের চ্যালেঞ্জ করার সঙ্গে সংযুক্ত কাগজপত্রগুলি সাবধানতার সাথে দেখার পরে, আমরা সন্তুষ্ট হয়েছি যে আদেশে কোনও ত্রুটি নেই বা রিভিউ পিটিশন যোগ্য নয়। তাই আদেশটি পুনর্বিবেচনার দাবি খারিজ করা হল। গুজরাত সরকার তার আবেদনে বলেছিল যে ৮ জানুয়ারির রায়ে শীর্ষ আদালত রাজ্যকে “ক্ষমতা দখল” এবং “বিবেচনার অপব্যবহার” এর জন্য দোষী সাব্যস্ত করে যে পর্যবেক্ষণ দিয়েছে তা মূলত তিনটি কারণে “স্পষ্ট ভুল”। গত ৮ জানুয়ারি শীর্ষ আদালত তার ঐতিহাসিক রায়ে ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিলকিস বানো ও তার পরিবারের সদস্যদের গণধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন দোষীকে ক্ষমা দেওয়ার গুজরাট সরকারের ১৫ আগস্ট, ২০২২ সালের সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং এই ১১ জন দোষীকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত সরকার এই বছরের ফেব্রুয়ারিতে ১১ জন দোষীর অকাল মুক্তি সম্পর্কিত আচরণের জন্য রাজ্যের বিরুদ্ধে করা এই মন্তব্যগুলি দূরীভূত করার জন্য ২০২৪ সালের ৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।গুজরাত রাজ্য সরকার তার মামলায় শীর্ষ আদালতে বলেছে, রায়ে গুজরাত সরকারের বিরুদ্ধে মন্তব্য রাজ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হয়েছে।
গুজরাত সরকার তাই সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্যগুলি মুছে ফেলার নির্দেশ চায়।
উল্লেখ্য, গুজরাত সরকার ২০২২ সালের মে মাসের রায়ের পরে ১৫ আগস্ট, ২০২২ তারিখে এই ১১ জন দোষীকে ক্ষমা মঞ্জুর করেছিল। বিলকিসের ১১ জন দোষীকে ক্ষমা করে তাদের মুক্তি দেওয়ায় গুজরাট সরকার বিপুল জনরোষের সৃষ্টি করে এবং সমাজকর্মী, আইনজীবী এবং নাগরিক সমাজ এটিকে “ন্যায়বিচারের গর্ভপাত” বলে অভিহিত করে। যে ১১ জন দোষীকে মুক্তি দিয়েছে তারা হলে যশবন্ত নাই, গোবিন্দভাই নাই, শৈলেশ ভাট, রাধেশাম শাহ, বিপিন চন্দ্র জোশী, কেশরভাই ভোহানিয়া, প্রদীপ মোধিয়া, বাকাভাই ভোহানিয়া, রাজুভাই সোনি,মিতেশ ভাট এবং রমেশ রূপাভাই চন্দনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct