আপনজন ডেস্ক: আরজি কর ধর্ষণ কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে নতুন করে গড়া হবে। আর তার মাথায় থাকবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। সেই মতো বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী যেখানে হাজির ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা, বিভাগীয় প্রধান, সিএমওএইচ, বিএমওএইচ, জেলাশাসক, পুলিশসুপাররা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। রেস্টরুম, ওয়াশরুম, সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি, একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন। থাকবেন একজন করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct