নিজস্ব প্রতিবেদক , কলকাতা আপনজন: মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবিত পত্র বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. সেখ আবু তাহের কামরুদ্দিন এর হাতে তুলে দেয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক -শিক্ষিকা শিক্ষাকর্মীরা।
সংগঠনের রাজ্য সভাপতি বলেন, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক ও একাডেমিক বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছিল। প্রশাসনিক উন্নতির জন্য প্রস্তাবনার মধ্যে উল্লেখ্যযোগ হল: সদ্য গঠিত এমসি সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। মাদ্রাসা ব্যবস্থাপনার প্রশাসনিক সহকারীর জন্য মাদ্রাসা বোর্ডে পৃথক বিভাগ। ব্যবস্থাপনা তথ্য সিস্টেমের উন্নয়ন।সমস্ত ধরনের আবেদন এবং অর্থপ্রদান সংক্রান্ত অনলাইন পরিষেবা। পশ্চিমবঙ্গ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা পোর্টালের ভূমিকা (আলিম, ফাজিল এবং উচ্চ মাদ্রাসার জন্য পৃথক ড্যাশবোর্ড।) সম্পূর্ণ মাদ্রাসা ব্যবস্থাপনা বিধি প্রকাশ।
ROPA 2019-এ জুনিয়র হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাদের বেতনের সংশোধন।
WBBME পোর্টালে পৃথক ড্যাশবোর্ড অন্তর্ভুক্ত করা এবং মাদ্রাসায় শূন্যপদ পূরণের জন্য WBMSC-এর চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করা। সকল মাদ্রাসায় আইসিটি প্রশিক্ষক নিয়োগ। শারীরিক পরিদর্শন দ্বারা MSK এবং আন-এডেড মাদ্রাসার যৌথ প্রতিবেদন তৈরি করা। বিভিন্ন তহবিল, মধ্যাহ্নভোজ, ইউনিফর্ম, জুতা, ব্যাগ, বই, বৃত্তি ইত্যাদির বরাদ্দ যৌক্তিককরণের জন্য নির্দেশমূলক নীতি তৈরি করা MSK ও আন-এডেড মাদ্রাসায়। অনুদানবিহীন মাদ্রাসার কর্মীদের মান বেতন ও ভাতার ব্যবস্থা করা। প্রতিটি মাদ্রাসায় সিসি টিভি নজরদারির ব্যবস্থা করা প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct