জাকির সেখ , পাঁশকুড়া আপনজন: পূর্ব মেদিনীপুরে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়ার বিস্তির্ণ এলাকা। এখনও জলমগ্ন রয়েছে অনেক গ্ৰাম। একসপ্তাহ থেকে চলছে জমিয়তের ত্রাণ বিতরণ কর্মসূচী। এপর্যন্ত ৭ হাজার পরিবারকে ত্রাণ পৌঁছে দিয়েছে জমিয়তে উলামার কর্মী সমর্থকরা। প্রায় ২০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছে জমিয়ত। মঙ্গলবার পাঁশকুড়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
নেকড়া ও মঙ্গলদাড়ি গ্ৰামের প্রায় নয়শত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। এই ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামার সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুস সামাদ, কলকাতা জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সম্পাদক জিল্লুর রহমান আরিফ, মাওলানা মুশাররফ, দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তের অফিস সচিব মাওলানা জিয়াউল হক, জমিয়ত আই টি সেলের রাজ্য কমিটির সদস্য মাওলানা সালমান, হাওড়া জেলা জমিয়তে উলামার সম্পাদক মুফতি ওয়াসিমুল বারী, মুফতি জুবায়ের আহমদ খান, মুফতি নাসিমুদ্দিন, ক্বারী আহসানুল্লাহ, মাওলানা মহসিন, হাফেজ নিজামুদ্দিন, মাষ্টার বনি আমিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct