নাজমুস শাহাদত , মোথাবাড়ি আপনজন: মালদার কালিয়াচক-১ ও ২ ব্লকের রাজনগর অঞ্চলের বরমত্তর গ্রাম ও কালিয়াচক-১ অঞ্চলের রাসুল্লাহ পাড়ায় গঙ্গা নদীর জল বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় এদিন এলাকায় পরিদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও সঙ্গে ছিলেন, মালদা জেলা পরিষদ ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ আব্দুর রাহমান, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরা। এদিন বুধবার সকালে বন্যা পরিস্থিতি সমস্ত এলাকায় পরিদর্শন করে সেখানকার সাধারণ মানুষের সাথে বন্যা পরিস্থিতির অবস্থা নিয়ে কথা বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আগে থেকেই জলের মাত্রা বেশি ছিল।
মাঝখানে কমতে থাকায় আবার হঠাৎ করে দুই-তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে বিহারের জল আসাতে আমার বিধানসভার অন্তর্গত রাজনগর ও কালিয়াচক-১ অঞ্চলে পরিদর্শন করলাম এবং সেখানে দুটি বুথ জলে ডুবেছে। আজ পরিদর্শন করে দেখলাম এবং স্থানীয়দের সমস্যা সমাধানের জন্য জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের দ্রুত পানীয় জলের টিউবওয়েল ও অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করতে বললাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct