সেখ রিয়াজুদ্দিন , বীরভূম আপনজন: শিক্ষকদের প্রতিদিন দেরি করে স্কুলে পৌঁছানোর অভিযোগে স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকদের ক্ষোভ প্রকাশ শিক্ষকদের আগলে রেখে।ঘটনাটি রাজনগর ব্লকের গুলালগাছি গ্রামে অবস্থিত ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ের।
বুধবার স্কুল চালুর সময় হতেই স্থানীয় বাসিন্দা সহ উক্ত স্কুলের পড়ুয়াদের অভিভাবকগন সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।যদিও তখন পর্যন্ত শিক্ষকরা অনুপস্থিত।তাদের অভিযোগ শিক্ষকরা প্রতিদিন দুপুর বারোটায় স্কুলে হাজির হন। এরপর শুরু হয় ক্লাস। স্থানীয়দের অভিযোগ ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট চারজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে মাত্র একজন শিক্ষক সময় মতো স্কুলে এলেও বাকি তিনজন শিক্ষক কিন্তু সময় মতো কেউই স্কুলে এসে পৌঁছান না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব সিনহাও প্রতিদিনই নাকি পৌনে বারোটা- বারোটা নাগাদ স্কুলে এসে পৌঁছান। বুধবার দিনও পৌনে বারোটা নাগাদ তিনি বিদ্যালয়ে এসে পৌঁছান। এ বিষয়ে তাকে গ্রামবাসীরা এবং অভিভাবকরা জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন স্কুলের কাজের জন্য তার দেরি হয়। স্কুলের খুদে পড়ুয়ারা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা দেরিতেই স্কুল আসেন। অভিভাবকরা প্রধান শিক্ষককে এর আগেও এ বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কোনও কথা কানেই নেননি। শিক্ষকদের বিরুদ্ধে এ রকমই অভিযোগ করলেন স্থানীয় গ্রামের গিরিধারী মন্ডল, সেখ সমু, সঞ্জয় বাগদি সহ অন্যান্য অভিভাবকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct