মিসবাহুল হক, কলকাতা আপনজন: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে বুধবার স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা। উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির। কিন্তু বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০১৪ সালের ৩০ জানুয়ারি। পরীক্ষা হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। ফলপ্রকাশ করা হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। এর মধ্যে দু’বার মেধাতালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে। অবশেষে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হল বুধবার। তবে, বহু শূন্যপদ পূরণ করা হয়নি। বিশেষ করে এসসি ও এসটিদের সংরক্ষিত আসনের বহু পদ ফাঁকাই থেকে গেছে। এমনকী প্রতিবন্ধী কোটার ক্ষেত্রেও বহু আসন পূরণ হয়নি। উচ্চ প্রাথমিকে সবচেয়ে বড় চমক হল আরবি বিষয়ে দুজন হিন্দু সম্প্রদায়ের প্রার্থী এবার শিক্ষক হতে চলেছেন। তবে তারা সংরক্ষিত এসসি ক্যাটেগরিতে। এমনকী ওবিসি-বি ক্যাটেগরিতেও একজন িহন্দু ছাত্র আরবি বিষয়ের শিক্ষক হতে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সাধারণত হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়ো স্নাতক বা স্নাতকোত্তর স্তরে আরবি বিষয় নিয়ে পড়েন না। সেই ধারণা এবার দূরে ঠেলে দিল। এতদিন জানা ছিল রাজ্যের বেশ কয়েকটি হাইমাদ্রাসায় হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আরবি বিষয়ে হিন্দু শিক্ষক পাওয়া দুষ্কর। যদিও তা করে দেখালেন বঙ্গ সন্তানরা।
সাধারণ্যে ধারণা রয়েছে ওবিসি-এ তালিকাভুক্তরা সবাই মুসলিম। কিন্তু বাস্তবে তা নয়। ওবিসি-বি তে যেমন স্বল্প সংখ্যক মুসলিম সম্প্রদায় আছে, তেমনি ওবিসি-এ তেও কতিপয় হিন্দুও রয়েছে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সেই চিত্র দেখা যাচ্ছে। এসএসসি প্রকাশিত ফলাফলে বাংলা মাধ্যমের স্কুলের জন্য আরবিতে জেনারেল ক্যাটেগরিতে ১৪৩জন, গার্লস স্কুলের জন্য শুধু মহিলা ১১জন, ওবিসি-এ ক্যাটেগরিতে ৭৯জন, ওবিসি-এ মহিলা ১৩জন, ওবিসি-বি ক্যাটেগরিতে শূন্য পদ ১৯জন। তার মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে মাত্র ৬জন। এর মধ্যে স্থান পেয়েছেন দেব নারায়ণ গুঁই। মহিলা ওবিসি-বি শুধু মহিলা ১জন। পিএইচ ক্যাটেগরিতে একজন। এসসি ক্যাটেগরিতে মোট শূন্য পদের সংখ্যা ৩৫। কিন্তু তাতে মাত্র দুজন স্থান পেয়েছেন। তারা হলেন তমোনাশ সাহা ও সঞ্জীব কুমার দাস। বাংলায় সাধারণ ক্যাটেগরিতে ২৪৪টি শূন্যপদ। ২৩৮জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সংখ্যালঘু ২১জন। বাংলায় শুধু মহিলার ক্ষেত্রে শূন্যপদ ৬১। এর মধ্যে ৬জন সংখ্যালঘূ। বাংলায় ওবিসি-এ ক্যাটেগরিতে শূন্যপদ ১৪৪। একমাত্র হিন্দু ঝুমা মাইতি। বাংলায় শুধু মহিলা ওবিসি-এ ক্যাটেগরিতে মোট শূন্যপদ ৩১। সুযোগ পেয়েছেন সঙ্গীতা মাজি। বাংলায় ওবিসি-বি ক্যাটেগরিতে শূন্যপদ ৬৩। তার মধ্যে একজন মুসলিম। ওবিসি-বি মহিলার ক্ষেত্রে শূন্যপদ ১৭। এর মধ্যে একজন মহিলা মুসলিম। পিএইচ-এইচআই ক্যাটেগরিতে শূন্যপদ ২৭। তার মধ্যে চারজন মুসলিম। শুধু মহিলা পিএইচ-এইচআই ক্যাটেগরিতে শূন্যপদ তিনটি। এর মধ্যে দুজন মুসলিম। পিএইচ-ভি এইচ ক্যাটেগরিতে শূন্যপদ ৩৯টি। তার মধ্যে ৩৪জনের তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে আটজন মুসলিম। মহিলা পিএইচ-ভি এইচ ক্যাটেগরিতে শূন্যপদ ৭টি। এর মধ্যে দুজন মুসলিম। এসটি শূন্যপদ ৯৮৯। তালিকায় স্থান পেয়েছে ২৮৬জন। এসটি শুধু মহিলা শূন্য পদ ১১২টি। কিন্তু পেয়েছেন ৯৭জন। জীবন বিজ্ঞান বিষয়ে সাধারণ ক্যাটেগরিতে শূন্যপদ ১০০৪টি। তার মধ্যে ৪৩জন মুসলিম। শুধু মহিলা শূন্যপদ ১৬৪। এর মধ্যে পাঁচজন মুসলিম। ওবিসি-এ শূন্যপদ ২৭২। এর মধ্যে পাঁচজন অমুসলিম। ওবিসি-এ শুধু মহিলা শূন্যপদ ৪৬। চারজন অমুসলিম। ওবিসি-বিতে শূন্যপদ ১১৬। পাঁচজন মুসলিম। এসটিতে শূন্যপদ ৩০৯। স্থান পেয়েছেন মাত্র ১৬। শুধু মহিলা শূন্যপদ ৩১। পেয়েছেন মাত্র দুজন। ইংরেজি বিষয়ে সাধারণ ক্যাটেগরিতে শূন্যপদ ৪৭১। এর মধ্যে ৩৬জন মুসলিম। শুধু মহিলা শূন্যপদ ৯৩। চারজন মুসলিম। ওবিসি-এতে সুযোগ পেয়েছেন ১৩৯। এর মধ্যে চারজন অমুসলিম। ওবিসি-বিতে ৬৬ জনের মধ্যে একজন মুসলিম। ওবিসি পিএইচ এইচআই ক্যাটেগরিতে শূন্যপদ ২০। তালিকায় আছে ১৪জন। এর মধ্যে তিনজন মুসলিম। ওবিসি পিএইচ ভিএইচ-এ শূন্যপদ ৪৬। স্থান পেয়েছে ৯জন। এর মধ্যে মুসলিম চারজন। ওবিসি মহিলা পিএইচ ভিএইচ-এ শূন্যপদ ১৫। তালিকায় আছে দুজন। তার মধ্যে একজন মুসলিম। এসসি শূন্যপদ ৪২২। শুধু মহিলা ৯৭। এসটি শূন্যপদ ১৭৭। স্থান পেয়েছেন ৫৮জন। এসটি শুধু মহিলা শূন্যপদ ২৮। স্থান পেয়েছে মাত্র ১২জন।
ভূগোলে সাধারণ ক্যাটেগরিতে মোট ২২৮জনের মধ্যে ৯জন মুসলিম। সাধারণে শুধু মহিলাদের ৪৫জনের মধ্যে দুজন মুসলিম। ওবিসি-এতে শূন্যপদ ১০৭। এর মধ্যে একজন অমুসলিম। শুধু মহিলা ওবিসি-এতে শূন্যপদ ২৭। ওবিসি-বি ক্যাটেগরিতে শূন্যপদ ৪৪। একজন মুসলিম। ওবিসি পিএইচ এইচঅাইতে শূন্যপদ ১৯। তার মধ্যে সাতজন মুসলিম। ওবিসি পিএইচ ভিএইচ-এ শূন্যপদ ২৪। কিন্তু স্থান পেয়েছে মাত্র ৯জন। এদের মধ্যে একজন মুসলিম। ইতিহাসে সাধারণ ক্যাটেগরিতে শূন্যপদ ২৪২। এর মধ্যে স্থান পেয়েছেন ২৩৩জন। মুসলিম ১১এজন। শুধু মহিলা শূন্য পদ ৪৩। একজন মুসলিম। ওবিসি-এ শূন্যপদ ১০৪। একজন অমুসলিম। ওবিসি পিএইচ এইচঅাইতে শূন্যপদ ২৬। পাঁচজন মুসলিম। ওবিসি পিএইচ ভিএইচ-এ শূন্যপদ ১২। মুসলিম একজন। ওবিসি পিএইচ ভিএইচ-এ মহিলা শূন্যপদ ৮ থাকলেও মাত্র চারজনের তালিকা প্রকাশিত হয়েছে। এসটি শূন্যপদ ১৩১। কিন্তু তালিকা প্রকাশ হয়েছে ৯১জনের। এসটি মহিলা শূন্যপদ ২২।
পিওর সায়েন্স সাধারণ ক্যাটেগরিতে শূন্যপদ ১৪৬৮। এর মধ্যে ৮৮জন মুসলিম। সাধারণে শুধু মহিলা শূন্যপদ ৩৫০। এর মধ্যে ৯জন মুসলিম। ওবিসি-এ তে শূন্যপদ ৪২৭। একজন অমুসলিম। ওবিসি-এ শুধু মহিলা শূন্যপদ ৮০। ওবিসি বি শূন্যপদ ২২৪। সাতজন মুসলিম। ওবিসি বি শুধু মহিলা শূন্যপদ ৬০। একজন মুসলিম। ওবিসি পিএইচ-এ শূন্যপদ ৭। এর মধ্যে মুসলিম দুজন। ওবিসি পিএইচ এইচঅাইতে শূন্যপদ ৬১। কিন্তু তালিকা প্রকাশ হয়েছে ১১জনের। এরমধ্যে তিনজন মুসলিম। ওবিসি পিএইচ এইচঅাইতে মহিলা শূন্যপদ ১২। কিন্তু স্থান পেয়েছেন মাত্র দুজন। ওবিসি ওএইচতে শূন্যপদ ৪। এর মধ্যে একজন মুসলিম। ওবিসি পিএইচ ভিএইচতে শূন্যপদ ১১৮। কিন্তু তালিকা প্রকাশ হয়েছে মাত্র সাতজনের। এর মধ্যে দুজন মুসলিম। ওবিসি মহিলা পিএইচ ভিএইচতে শূন্যপদ ৫২। কিন্তু স্থান পেয়েছেন মাত্র একজন। এসসি শূন্যপদ ৮৫০। এসসি মহিলা শূন্যপদ ২০৭। কিন্তু স্থান পেয়েছেন মাত্র ১৫৮জন। এসটি শূন্যপদ ৩০৮। স্থান পেয়েছেন মাত্র ১৭জন। এসটি মহিলা শূন্যপদ ৮১। কিন্তু স্থান পেয়েছেন মাত্র ৩জন। সংস্কৃতিতে সাধারণ ক্যাটেগরিতে শূন্যপদ ১৯৩। এর মধ্যে দুজন মুসলিম। মহিলা ক্যাটেগরিতে শূন্যপদ ৪০। ওবিসি-এতে শূন্যপদ ৭১। এর মধ্যে মুসলিম ৬৯জন। আর দুজন হিন্দু। ওবিসি-এ মহিলাতে শূন্যপদ ১৫। এর মধ্যে ১৪জন মুসলিম একজন অমুসলিম। ওবিসি-বিতে শূন্যপদ ৩৭জন। ওবিসি-বি মহিলা শূন্যপদ ১০। ওবিসি পিএইচ এইচঅাইতে শূন্যপদ ১৮। কিন্তু স্থান পেয়েছে মাত্র সাতজন।
ওবিসি পিএইচ ভিএইচতে মহিলা শূন্যপদ ৫০। তালিকায় আছেন মাত্র একজন। ওবিসি মহিলা পিএইচ ভিএইচতে শূন্যপদ ১৯। পেয়েছেন একজন। এসসি ১৪৬। এসসি মহিলা শূন্যপদ ৪৬। এসটি শূন্যপদ ৪৬। এসটি মহিলা শূন্যপদ ১৪।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct