জিয়াউল হক, হুগলি, আপনজন: মঙ্গলবার বিকেলে ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে ধমক দিয়ে সতর্ক করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। ঘটনাটি ঘটে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন এবং ডানকুনি টোল প্লাজা পার হওয়ার সময় ডানকুনির তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে একটি খাম বন্ধ চিঠি নিয়ে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর গাড়ি এগিয়ে আসার সাথে সাথেই তিনি গাড়ির দিকে এগিয়ে যান, ফলে গাড়ি কিছুটা ধীরগতি হয়।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তার দিকে ইশারা করে চিঠিটি পিছনের সিকিউরিটি গাড়িতে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে কাউন্সিলর চিঠিটি পিছনের সিকিউরিটির হাতে তুলে দেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি এবং তার অধীনস্থ অন্যান্য পুলিশকর্মীরা, যারা মুখ্যমন্ত্রীর যাত্রাপথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রোটোকল অনুযায়ী, যেকোনো ব্যক্তি পূর্বনির্ধারিত অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর গাড়ির কাছাকাছি যেতে পারেন না। কাউন্সিলরের এই আচরণকে নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি হিসেবে দেখা হয়, কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা একটি কঠোর বলয়ের মধ্যে থাকে।
মুখ্যমন্ত্রীর গাড়ি চলে যাওয়ার পর, কমিশনার জাভালগি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা কাউন্সিলরকে ঘিরে ধরে এই ঘটনার জন্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই ধরনের কাজ করলেন, যেখানে প্রোটোকল লঙ্ঘিত হয়েছে। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা করে, কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনা অত্যন্ত গুরুতর বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পর কমিশনার কাউন্সিলরকে ধমক দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন, কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যেকোনো ধরনের ঝুঁকি থেকে মুক্ত রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct