মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: করণদিঘী ব্লকের বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক ও রিভ-ড্রিলিং বাহিনীর সমস্যাগুলো তুলে ধরে ১১ দফা দাবি নিয়ে শ্রমিক সংগঠন সিটু-র পক্ষ থেকে করণদিঘী ব্লক সমন্বয় কমিটি ডেপুটেশন প্রদান করে। স্থানীয় বিডিও অফিসে জমায়েত করা এই ডেপুটেশনের সময় শ্রমিকদের পক্ষ থেকে বিড়ি শ্রমিকদের হাজিরা ভাতা বাড়িয়ে ২৬০ টাকা করার দাবি জানানো হয়। সেই সঙ্গে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড চালু করা ও প্রত্যেক শ্রমিককে পরিচয়পত্র প্রদান করার কথাও উল্লেখ করা হয়। শ্রমিকদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল করণদিঘীর দোমোহনায় পুনরায় চিকিৎসা কেন্দ্র চালু করার, যা দীর্ঘদিন বন্ধ রয়েছে। এই সব দাবি নিয়ে এলাকার সিপিআইএম নেতৃত্বাধীন সিটু ইউনিয়নের সদস্যরা করণদিঘী বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করেন।সিটু জেলা সম্পাদক এজাবুল আনোয়ার বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সরকারকে আমাদের দাবিসমূহ মানতেই হবে, অন্যথায় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবিসমূহের মধ্যে রয়েছে, বিড়ি শ্রমিকদের হাজিরা ভাতা ২৬০ টাকা করতে হবে।সমস্ত বিড়ি শ্রমিকদের পিএফ চালু ও পরিচয়পত্র প্রদান করতে হবে। দোমোহনায় বন্ধ ক্লিনিক পুনরায় চালু করতে হবে প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct