আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কে সিবিআই ও ই ডি তিহার জেলে বন্দি করে রেখেছিল। এবার গতকাল জামিনে মুক্তি দেওয়া হল। এবার দিল্লি থেকে কলকাতা থেকে সোজা নিজের বাসভবন বোলপুরে। বোলপুর নিচুপট্টি বাড়িতে সকাল ৯: ১৫ নাগাদ বাড়িতে এসে পৌঁছান।
অনুব্রত মণ্ডল বাড়ি আসছেন শুনে বহু কর্মীর সমর্থক ও সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাকে এক পলক চোখে দেখা দেখতে। কারণ বীরভূমের তিনি দাপুটে তৃণমূল নেতা। সেই নেতাকে দু বছর তার অনুগামীরা দেখা-সাক্ষাৎ করতে পারেননি। তাই আজ রাস্তায় সারিবদ্ধ ভাবে অনুব্রত মণ্ডলকে অভ্যর্থনা জানাতে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষেরা অপেক্ষা করছিলেন।
অনুব্রত মণ্ডল কে কোথাও দেখা গেল ফুলের মালা নিয়ে বরণ করতে। অনুব্রত মণ্ডলের বোলপুর নিচুপট্টি বাড়িতে সাত সকাল থেকে তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ও তৃণমূল সমর্থকরা অপেক্ষা করছিলেন কতক্ষণে অনুব্রত মণ্ডল আসবেন। মহিলারা অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ফুল নিয়ে কেউ ফুলের মালা নিয়ে অপেক্ষারত আবার কেউ শঙ্ক হাতে দাঁড়িয়ে ছিলেন।
ঘড়ির কাঁটা যখন ৯:১৫ মিনিট ঠিক সেই সময় তার গাড়ি এসে দাঁড়ায় বাড়ির দরজার সামনে। সেই সময় বাড়ির সামনের তিল ধরনের জনসমাগম শুধু তৃণমূল কর্মী সমর্থক নয় বহু সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডল কে দেখার জন্য।
ইতিমধ্যে তার গাড়ি যখন বাড়ির সামনে এলো কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাসে ফেটে পড়ে এমনকি অকাল বসন্ত আবির খেলা শুরু হয়ে গেল উলুধ্বনি চলছে, পুষ্পবৃষ্টিতে ভরে গেল।
তিনি গাড়ি থেকে নেমে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়লেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে কেমন আছেন তিনি বলেন ভালো আছি।
তারপর তার বাড়ির সামনে শুরু হয়ে গেল আবির খেলা থেকে শুরু করে নকুল দানা খাওয়ানো, বাজনা নিয়ে কর্মী সমর্থকেরা উল্লাস আনন্দ করছেন। এর মধ্যে বাড়ির ভিতরে যে অফিস রয়েছে সেখানে তিনি বসলেন এবং কিছু মানুষের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন।
কিন্তু এর মাঝে বিরল চিত্র দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা ও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বাইরে দাঁড়িয়ে থাকতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা নিজের জায়গায় ফিরে গেলেন।
অনুব্রত মণ্ডলের সঙ্গে তাদের সাক্ষাৎ করা হলো না। কারণ অনুব্রত মণ্ডল তাদেরকে ভিতরে ডাকলেন না । তাই বাধ্য হয়ে তারা ফিরে গেলেন ।তাহলে এখানে একটা প্রশ্ন থেকে গেল যে অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী ও সিউড়ির বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন না। কেন করলেন না এটাই এখন প্রশ্ন থেকে গেল। দেখা যাক এর পরবর্তী তে কি হয়?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct