দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিন খুনকান্ডের পর দশদিন কেটে গেলেও, এখনও অধরা দুষ্কৃতীরা। তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবী জানালেন তিনি।আইনত ব্যবস্থা না নিলে আগামী দিনে বড়সড়ো আন্দোলন নামবেন। দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী বলেন -বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই এতদিন পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা পড়েনি প্রশাসন কোন কাজ করছে না বলে অভিযোগ করেন।মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিন খুনকান্ডের পর দশদিন কেটে গিয়েছে কিন্তু এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। তিনি আরো বলেন সাইফুদ্দিনে খুনের ঘটনায় সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নাই আগামী দিনে পথে নামব বলে হুশিয়ারি দেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct