সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে নবগ্রাম বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসে সংবাদমাধ্যমের কর্মীরা। সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বিডিও অঙ্কিত আগরওয়াল। উল্লেখ্য, দিন কয়েক আগে দু’জন অনলাইন পোর্টালের সাংবাদিক নবগ্রাম বিডিও অফিসে খবর সংগ্রহ করতে গেলে সেখানে তাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। সাংবাদিকদের অভিযোগ, নবগ্রামের বিডিও অঙ্কিত আগারওয়ালের সেদিনের ব্যবহার সম্পর্কে মহাকুমা শাসক এবং জেলা শাসককে জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নবগ্রাম বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসে হেনস্থার শিকার হওয়া দুই সাংবাদিক সহ বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী। বিডিও কে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন সাংবাদিকরা।
খবর পেয়ে সেখানে পৌঁছান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। তাকেও চিঠি করে বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবাদী সাংবাদিকরা। বিধায়ক অনেকটা সময় ধরে বিডিওর সঙ্গে একান্ত আলোচনা করেন। পরবর্তীতে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান নবগ্রামের বিডিও অঙ্কিত আগারওয়াল। বিধায়কের আশ্বাস এবং বিডিওর ক্ষমা চাওয়ায় অবস্থান-বিক্ষোভ তুলে নেয় সাংবাদিকরা।
তবে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছে প্রতিবাদী সাংবাদিকরা। তাদের মতে, যেখানে সরকারি দপ্তরে সাংবাদিকদের হেনস্থা হতে হয়, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয় ভাবুন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct