সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সমবায় সমিতির বেনিয়ম বন্ধে বিডিও র হস্তক্ষেপ, দফায় দফায় আলোচনায় কৃষকদের আশ্বাস কমানো হবে না ঋণের পরিমাণ, খতিয়ে দেখা হবে অন্যান্য বেনিয়মের অভিযোগও ।
সমবায় সমিতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ তুলে বারংবার বিক্ষোভ দেখিয়েছেন এলাকার কৃষকরা। কিন্তু তারপরেও হাল বদল হয়নি। শনিবার সমবায় সমিতির ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের টানা তিন ঘন্টা তালাবন্দী করে রেখে পথ অবরোধ করায় হুঁশ ফিরল প্রশাসনের। এলাকার বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে গতকাল দফায় দফায় বৈঠক করে ব্লক প্রশাসন। একাধিক দাবীপূরণের পাশাপাশি আর্থিক বেনিয়ম সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখার আস্বাস দেওয়া হয়।
বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে বারবার বেনিয়মের অভিযোগ তুলেছেন এলাকার কৃষকরা। অভিযোগ ওই সমবায় সমিতি কৃষকদের প্রাপ্য শষ্যবীমার টাকার একাংশ কেটে নিয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ রাসায়নিক সার সমবায়ের মাধ্যমে বিক্রি না করে কালোবাজারে তা বিক্রি করা হয়েছে। সমবায়ের কৃষি যন্ত্রপাতি কৃষকদের না দিয়ে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সমবায়ের কর্তারা। এছাড়াও সমবায়ের জমি কেনার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা বেনিয়ম, কৃষকদের ঋণের পরিমাণ ইচ্ছাকৃত ভাবে কমিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি সরব হন এলাকার কৃষকদের একাংশ। বারংবার অভিযোগ জানানোর পরেও হাল বদল না হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা গত শনিবার সমবায়ের অফিস ঘরে কর্মীদের প্রায় ৩ ঘন্টা তালাবন্দী করে রাখে। জয়রামবাটি বাঁকাদহ রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা। সেই সময়ই অবরোধস্থলে পৌঁছে বিষয়গুলি নিয়ে পদক্ষেপের আস্বাস দিয়েছিলেন কোতুলপুর ব্লকের বিডিও। গতকাল কোতুলপুর বিডিও অফিসে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ এলাকার বিক্ষুব্ধ চাষীদের নিয়ে বৈঠক করেন বিডিও। সেই বৈঠকে সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পর্কে আলোচনা হয়। চাষীদের দাবী বিডিও তাঁদের আস্বস্ত করেছেন ঋণের পরিমাণ কোনোভাবেই কমানো যাবে না। অন্যান্য অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। ব্লক প্রশাসনের এই হস্তক্ষেপের পর চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতিতে তৈরী হওয়া অচলাবস্থা এখন কাটে কিনা সেটাই এখন দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct