সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি করা ‘ফেলে দেওয়া সামগ্রী’ থেকে বিভিন্ন সৌখিন বস্তু ও শিল্পকর্মের এবং বিজ্ঞান চেতনার প্রদর্শনী অনুষ্ঠিত হলো মঙ্গলবার।
প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গরাই সমাজকর্মী সেখ হাসানুজ্জামান, কেশপুর পঞ্চায়েত সমিতির এসইও সঞ্জয় মাহাতো , শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি এবং এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্ত মুখার্জি, ভিইসি সভাপতি সেখ রিয়াজুল হক সহ অন্যান্য বিশিষ্টগণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীপক রায় এবং সহকর্মী বৃন্দদের অক্লান্ত পরিশ্রমে প্রদর্শনীর সামগ্রিক আয়োজনটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সভাকক্ষে।
প্রদর্শনীর মূল বিষয় গুলি হল ফেলে দেওয়া কাগজের পেটি থেকে আলমারি, জলের পরিশ্রুতকরণ , ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য থেকে সৌখিন সামগ্রী নির্মাণ, বিজ্ঞান ভাবনায় সোলার হাউস , চন্দ্রযান থ্রি ,পরিবেশ সুরক্ষায় বাড়ির ছাদে জল সঞ্চয় এবং তার ব্যবহার , হারিয়ে যাওয়া পেশার সন্ধানে , কাগজের কারু কাজ এবং কয়েক শতাধিক বিভিন্ন রকমের কারুশিল্প ছাত্র-ছাত্রী দের তৈরি করা সামগ্রী এই অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
এলাকাবাসী , ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ এই প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনী সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় জানান, বিদ্যালয়ের ১০ জন শিক্ষক-শিক্ষিকায় ছাত্র-ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেন সেই সঙ্গে বাড়ির পিতা-মাতার ভূমিকা ও ছিল যথেষ্ট। আগামী দিনে এইরকম প্রদর্শনী করার আরো ইচ্ছা প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct