সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মঙ্গলবার আচমকাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং চত্বরের বিভিন্ন জায়গায় চেটানো রয়েছে অসংখ্য পোস্টার। পোস্টারে কোথাও অভিযোগ করা হয়েছে লক্ষ টাকার বিনিময়ে প্রোমোটারকে উপাচার্যর গাড়ির টেন্ডার পাইয়ে দেওয়ার আবার কোথাও গার্লস হোস্টেল কেন চালু হলনা তার জবাব চাওয়া হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয় চত্বরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও তা কেন পূরণ করা হলনা সে সম্পর্কেও পোস্টারে উপাচার্য সহ আধিকারিকদের কাঠগোড়ায় তোলা হয়েছে। বিষয়গুলি নিয়ে উপাচার্য জবাব না দিলে পদ ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই পোস্টার দিয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা মেলেনি। সামাজিক মাধ্যমে এদিন সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারের অভিযোগগুলি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। দুর্নীতির অভিযোগও মানতে চাননি তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct