সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বোদরা পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ক্যারাটে প্রতিযোগিতা। বোদরা ক্যারাটে একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবারের অনুষ্ঠানে খেলোয়াড় সংবর্ধনা পান ন্যাশনাল স্কুল গেম ২০২৪ প্রতিযোগিতায় মহকুমা ও জেলা স্তরে ডবল স্বর্ণপদক জয়ী গৌরব নাথ ও স্নেহা দাস এবং মহকুমা স্তরে একক স্বর্ণপদক জয়ী রুপসা মিত্র ও দিশা ঘোষ।
ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬ টি দল। দল গুলি হল বোদরা ক্যারাটে একাডেমি, এস বি এম এ ডায়মন্ড হারবার, এন এম এস কে টি সি বারাসাত, এন কে এ নিউটাউন, এস কে এস বোদরা ও এস কে জে বোদরা। প্রতিযোগিতায় বোদরা ক্যারাটে একাডেমি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় রেফারির ভূমিকা পালন করেন শেনসি গৌতম বেরা, শেনসি আসাদ মাদানী, শেনসি আনারুল ইসলাম, শেনসি ঋতিশা মন্ডল, শেনসি সাহির আহমেদ ও শেনসি তৃষাণজিত ঘোষ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সমাজসেবী সাদিকুল দফতরী, পঞ্চায়েত সদস্য সমাজসেবী শেখ মোন্তাজুল, সমাজসেবী হাফিজুর রহমান লস্কর প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বোদরা ক্যারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক শেনসি জমসের আলি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct