আপনজন ডেস্ক: মিয়ানমারের আটক সাবেক নেতা অং সান সু চিকে ভ্যাটিকান সিটিতে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন পোপ ফ্রান্সিস। মঙ্গলবার ইতালিয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পোপ চলতি মাসের শুরুতে এশিয়ায় তার সফরকালে রোমান ক্যাথলিক ধর্মীয় দল সোসাইটি অব জেসুস বা জেসুইটসের সাথে বৈঠকে বলেন, ‘আমি অং সান সু চির মুক্তি চেয়েছি এবং রোমে তার ছেলের সাথে দেখা করেছি। আমি ভ্যাটিকানকে আমাদের ভূখণ্ডে তাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছি।’ ইতালিয় দৈনিক ‘কুরিয়ারে ডেলা সেরা’-তে দেশটির ধর্মযাজক আন্তোনিও স্পাদারো ২ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত তার সভাগুলো সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, পোপ বলেছেন, ‘আজ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আমরা নীরব থাকতে পারি না। আমাদের কিছু করতে হবে।’ তিনি বলেন, আপনাদের দেশের ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ, যা প্রত্যেকের মর্যাদা ও অধিকার এবং প্রত্যেককে অভিন্ন কল্যাণে অবদান রাখতে সক্ষম করে তোলে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ৭৮ বছর বয়সী সু চি বর্তমানে দুর্নীতি ও কোভিড মহামারি বিধিনিষেধ অবমাননার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct