আপনজন ডেস্ক: ইসরায়েল মধ্যপ্রাচ্যকে ‘অপরিবর্তনীয়’ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা অন্য যেকোনো দেশের চেয়ে ভালোভাবে জানি যদি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ শুরু হয় তবে তা বিশ্বের কারো জন্যই লাভজনক হবে না। ইসরায়েল ইরানকে আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিতে চাইছে। হিজবুল্লাহর সমর্থনে সংঘাতে যোগ দিতে উস্কানি দিচ্ছে।
ইরান লেবানিজ গোষ্ঠীর প্রতিরক্ষায় আসবে কি না জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, তেহরান যে কোনো গোষ্ঠীকে রক্ষা করবে; যে তার অধিকার এবং নিজেকে রক্ষা করছে। তবে ইরান ‘শান্তিতে থাকতে’ চায়। পেজেশকিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না। কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না... ইসরায়েলই এই সর্বাত্মক সংঘাত সৃষ্টি করতে চায়। লেবাননে গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রায় ১ হাজার ১০০টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৬৪৫ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct