রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গঙ্গার জলস্তর বাড়তেই ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন। এবার ভাঙ্গনের গর্ভে বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামের একটি দোতলা বাড়ি। গঙ্গার জল স্তর বৃদ্ধির সাথে নতুন করে দোতলা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ায় ঘটনায় কান্নায় ভেঙে পড়ল পরিবার। দাঁড়িয়ে দেখা ছাড়া কোন রকম উপায় নেই সামশেরগঞ্জের অসহায় পরিবারগুলোর। এলাকায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে।
চোখের সামনেই সারা জীবনের সঞ্চয়ে বহু কষ্টে তৈরী করা ঘরবাড়ি ও জমি-জায়গা তলিয়ে যেতে দেখার কষ্ট তারা ছাড়া আর কেউ বুঝবেন না। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে আর কতদিন বাঁচবেন। পরিবার পরিজন নিয়ে যাওয়ার পথ কোথায়। এইসব প্রশ্ন আর হতাশা জন্মেছে নদী পারের বাসিন্দাদের মনে।গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের। বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে নদী পাড়ে বাড়ি গুলো তলিয়ে যেতে পারেই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয় তলিয়ে যেতে পারে সামশেরগঞ্জের ১০০ বছর পুরনো লহোরপুর মসজিদ। এদিকে বারংবার গঙ্গা ভাঙনের কবলে পড়া মানুষের অসহায়ত্বের চিত্র এবং লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। লক্ষ্য করা যেতে পারে ভাঙ্গন সামশেরগঞ্জের সবচাইতে একটি বড় সমস্যা। কয়েক বছর ধরে বিঘার পর বিঘা কৃষি জমি তলিয়ে যাওয়ার পর চার বছর ধরে সামশেরগঞ্জের একাধিক গ্রামে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, লাগাতার কয়েক বছর ধরে গঙ্গা ভাঙ্গন অব্যাহত রয়েছে, স্থায়ী সমাধানে উদাসীন রাজ্য ও কেন্দ্র উভয় সরকারি। কোনরকম হেলদোল নেই কেন্দ্র সরকারের, যদিও রাজ্যের তরফে ১০০ কোটি বরাদ্দ থেকে শুধু মাত্র বালির বস্তা, আর তা ঘিরেই সামশেরগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষোভ বাড়ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct