আপনজন ডেস্ক: ‘আন্তর্জাতিক ন্যায়বিচার’ শুধুমাত্র নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গাজা ইস্যুতে ইসরায়েলের বিচার নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।
পশ্চিমা বিশ্বের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্মুরণকালের গণহত্যার সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলি আগ্রাসন। আর পশ্চিমাদের নীতি নৈতিকতার যত বুলি- তার মৃত্য হয়েছে গাজায়।
এরদোগান আরও বলেন, ইসরায়েলি কারাগার থেকে ফাঁস হওয়া ফিলিস্তিনিদের ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় ‘বর্বরতা’র সম্মুখীন হচ্ছি। ইসরায়েলি হামলার ফলে, নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা।
তিনি আরও বলেন, ‘গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘের ব্যবস্থাও মারা যাচ্ছে। পশ্চিমা বিশ্ব যে মূল্যবোধের কথা বলে নিজেদের বড় করে দেখাচ্ছে তা মারা যাচ্ছে। মারা যাচ্ছে ন্যায়সঙ্গত বিশ্বে সত্য আর মানবতার বেঁচে থাকার আশাও।
ক্ষোভ প্রকাশ করে এরদোগান প্রশ্ন করেন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারীরা কি মানুষ নয়? নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই অধিবেশন। অধিবেশনে বিশ্বনেতারা বক্তব্য রাখছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বক্তব্য রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জর্ডানের রাজা আবদুল্লাহ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct