এম মেহেদী সানি , বনগাঁ আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমার অটো রিকশা চালক-মালিকদের দীর্ঘদিনের সমস্যার অবসান হতে চলেছে ৷ প্রায় চার হাজার অটো-রিস্কা চালকরা ড্রাইভিং লাইসেন্স সহ রুট পারমিট পেতে চলেছেন ৷ শ্রমিক নেতা নারায়ণ ঘোষের অনুরোধে অটো রিকশার রেজিস্ট্রেশন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, পুনর্নবীকরণ, রুট অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা খতিয়ে দেখে সম্প্রতি দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলার আরটিও বোর্ডের সদস্য বাদল মিত্র ৷ জানা গিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক মহল থেকে ইতিবাচক সাড়া মেলায় অটো রিকশা চালক-মালিকদের বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়ার কাজও শুরু করা হয়েছে ৷ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে মঙ্গলবার আয়োজিত সভায় ‘বনগাঁ সাব-ডিভিশন তৃণমূল অটো ট্রান্সপোর্ট ওয়ার্কার ইউনিয়নে’র সকল অটো রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি নারায়ণ ঘোষ ৷ নতুন নতুন একাধিক সরকারি নিয়মের জেরে দৈনন্দিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় অটো রিকশার চালক-মালিকদের ৷ কোন দিন হঠাৎ করেই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় তা নিয়ে আশঙ্কায় থাকেন তাঁরা ৷ শ্রমিকদের স্বার্থে সম্প্রতি সমস্যার সমাধানে উদ্যোগী হন নারায়ণ ঘোষ ৷ এ বিষয়ে মঙ্গলবার সভা থেকে তিনি বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সর্বদাই খেটে খাওয়া মেহনতিক মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন, পাশাপাশি সংসদ পার্থ ভৌমিক এবং জেলা আরটিও বোর্ডের মেম্বার বাদল মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শ্রমিকদের সমস্যার সমাধান হতে চলেছে ৷ আমি সকলকে ধন্যবাদ জানাই ৷’ টেলিফোনে যোগাযোগ করা হলে আরটিও বোর্ডের মেম্বার বাদল মিত্র বলেন, ‘বিশেষ কারণে দীর্ঘদিন ধরে বনগাঁ মহাকুমার অটো রিকশা চালক-মালিকরা সমস্যার মধ্যে আছেন, বিষয়টি জেনে আরটিও বোর্ডকে জানিয়েছিলাম ৷ আশা করছি মাস দুয়েকের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হবে ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct