আপনজন ডেস্ক: জাত পাতের এই লড়াইয়ে রেহাই পেল না ভারত বাংলাদেশের ক্রিকেট ম্যাচও। হিন্দু মহাসভার তরফ থেকে আগামী ৬ই অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণবশত জানা গেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। তাই, সেই প্রতিবাদের লক্ষ্য হিসেবে ভারত-বাংলাদেশের ম্যাচের বিরোধিতা করার জন্যই এই বন্ধের সিদ্ধান্ত। সংগঠনের জাতীয় সহ-সভাপতি জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এখনো চলমান। তাই, সেই অর্থে তাদের সাথে ক্রিকেট খেলাটা শ্রেয় নয়। তবে এই বন্ধের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর কোন নিষেধাজ্ঞা থাকবে না। এছাড়াও, অযোধ্যায় রাম মন্দিরের পবিত্র অনুষ্ঠানে যে লাড্ডু গুলি বিতরণ করা হয়েছিল তাতে পশুর চর্বি ব্যবহারের দাবিতে যারা এটার সাথে জড়িত ছিল তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দাবি করেছিলেন তিনি। কারণ এই ঘটনা হিন্দু অনুভূতিকে আঘাত করেছে। তাই পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠনের ঘোষণা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct