উত্তর কোরিয়ার উপর নতুন আর্থিক নিষেধাজ্ঞা জারি করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরপাত্তা পরিষদের বৈঠকে নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রস্তাবটি ১৫-০ ভোটে সর্বসম্মতভাবে পাস হয়। এ্ নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ায় তেল সরবরাহ ৯০ শতাংশ কমানোর পদক্ষেপের কথা বলা হয়েছে।এছাড়াবিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের ১২ মাসের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। উত্তর কোরিয়ার বৈদ্যুতিক ও অন্যান্য যন্ত্রপাতির মতো পণ্য রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।উল্লেখ্য, কিম জং-উনের উত্তর কোরিয়ায় সবচেয়ে বেশি তেল রফতানি করে চিন।
তবে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা নতুন নয়। এর আগে ২০১৬ সালে রাষ্ট্রসংঘ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তার প্রায় ছ মাস পরেই ব্যালিস্টিক রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।২০১৭ সালে উত্তর কোরিয়ার ১৪ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রসংঘ। আর আমেরিকা ২০০৮ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। নতুন এই নিষেধাজ্ঞা নিয়ে রাষ্ট্রসংঘকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যুইটে ট্রাম্প বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে বিশ্ব শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে। ১৫-০ শূন্য ভোটে সর্বসম্মতিতে প্রস্তাব পাস করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct