নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: দু’দিন আগে গরু পাচার মামলায় জামিন হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। এবার অনুব্রত ঘনিষ্ঠ এনামুল হক ওরফে খুদু জামিনে মুক্ত হল সোমবার। উল্লেখ্য, ২০১৮ সালের ২রা জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করে লালগোলা থানার কুলগাছি রামচন্দ্রপুরের বাসিন্দা এনামুল হককে। গরু পাচার মামলায় ২০২২ সালের ২রা ফেব্রুয়ারি জামিনে মুক্ত হয় সে। জামিনের দু’সপ্তাহ পার হতে না হতেই ১৭ই ফেব্রুয়ারি তাকে ফের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারপর থেকেই এনামুল রয়েছে তিহার জেলে। এতদিন পর্যন্ত ইডি এনামুলের বিরুদ্ধে গরু পাচার মামলা কিংবা আর্থিক দুর্নীতির কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি আদালতে। ফলে সোমবার আদালত এনামুলকে জামিনে মুক্তি দেয়।
লালগোলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বর্তমান তৃণমূল সদস্য কামরুজ্জামান বলেন, ‘এনামুল চক্রান্তের শিকার। রাজনৈতিকভাবে দুর্বল করতে এবং ফাঁসানোর জন্য ওকে গ্রেফতার করা হয়েছিল। সিবিআই বা ইডি, কোন দপ্তরে ওর বিরুদ্ধে গরু পাচার কিংবা দুর্নীতির উপযুক্ত প্রমাণ দিতে পারেনি।’
সোমবার জামিন পেলেও কাগজপত্রে জটিলতার কারণে মঙ্গলবার দুপুর নাগাদ জেল থেকে বের হওয়ার কথা রয়েছে এনামুলের। বুধবার কলকাতায় এবং তারপর লালগোলায় ফিরবে এনামুল। প্রথম দিকে বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন এনামুল হক। রাজ্যে পালাবদল শুরু হতেই তৃণমূলে নাম লেখান তিনি। ধীরে ধীরে দলের অন্তরে তার প্রভাব বাড়তে থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct