মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের রাজনীতিতে আজ বড়সড় পরিবর্তনের সাক্ষী হল। কংগ্রেসের জেলা পরিষদের সদস্যা জাসমিন খাতুন, যিনি উত্তরবঙ্গ এলএলবি কলেজের ছাত্রী ও কংগ্রেস নেতা জয়নুল হকের কন্যা, আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানটি হয় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নেতৃত্বে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সহকারী সভাপতি গোলাম রসুল প্রমুখ। জাসমিন খাতুনের তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে গোয়ালপোখর অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মন্ত্রী গোলাম রব্বানী এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী নীতিতে আস্থা রেখে বহু রাজনৈতিক নেতা ও কর্মী আমাদের দলে আসছেন। জাসমিন খাতুনের মতো যুব নেত্রীর যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করবে।”
জাসমিন খাতুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং রাজ্যের উন্নয়নের জন্য তৃণমূলের মতাদর্শকে আমি বেশি কার্যকর বলে মনে করেছি। তৃণমূলের মাধ্যমে মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারব বলে আমি আশাবাদী।”
এমন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষত, আগামী নির্বাচনে এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অনেকে মনে করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct