নিজস্ব প্রতিবেদক, বোলপুর, আপনজন: রবিবার নলহাটিতে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন এলাকার নাম করা হয় অশোক ঘোষ নগর মঞ্চ। উৎসর্গিত হয় জেলার প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা বিশ্বনাথ চট্টোপাধ্যায় এর নামে এবং প্রাঙ্গণ উৎসর্গীত হয় নলহাটির প্রাক্তন বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী কমরেড কলিমুদ্দিন সামসের নামে। সম্মেলনের প্রারম্ভে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের কাস্তে হাতুড়ি চিহ্নিত লম্ফমান ব্যাঘ্র লাঞ্ছিত রক্ত পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির চেয়ারম্যান অনাথ মল্ল। সম্মেলন মঞ্চে নেতাজী সুভাষচন্দ্র বসু অশোক ঘোষ চিত্ত বসু কলিমুদ্দিন সামস এবং বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের রাজ্য চেয়ারম্যান অনাথ মল্ল। প্রস্তাব পাঠের পর সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলা কমিটির আহবায়ক সম্রাট চ্যাটার্জী। সম্মেলন কি অভিনন্দন জানিয়ে বক্তব্য বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলার আহ্বায়ক সম্রাট চ্যাটার্জী। সম্মেলনে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন নেতৃবৃন্দ দাবি করেন নেতাজী সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা এবং প্রয়াত নেতা অশোক ঘোষ-চিত্ত বসুর পথ থেকে বিচ্যুত নরেন চ্যাটার্জীদের নেতৃত্বাধীন অংশ নয়, পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকই প্রকৃত বামপন্থার আদর্শে পরিচালিত প্রকৃত ফরওয়ার্ড ব্লক। কোন দলের ৭৬ বছরের পতাকা এবং রাজনৈতিক মতাদর্শ বদল যারা করেছে তারা কখনোই নয়, পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকই আসল ফরওয়ার্ড ব্লক। সম্মেলন থেকে সম্রাট চ্যাটার্জীকে আহ্বায়ক করে ১১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct