নকীব উদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: নিয়োগের দাবিতে ধর্না মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ ২০০৯ এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। সোমবার ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে নিয়োগের দাবিতে ধর্না মঞ্চে নিজেদের মাথা মুন্ডন মরে প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯ এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকে নন জয়েনিং পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এমনকি নিয়োগের মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার কথা বলা হলেও সময় পেরিয়ে গেলেও আজও সেই হলফনামা জমা করা হয়নি।
তাই নিজেদের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে চার দিন ধরে লাগাতার ধরনাতে আন্দোলনকারীরা। সোমবার মাথা মুন্ডন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানান তারা। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানার নিয়ম মেনে ২০০৯ এর নিয়োগ সম্পন্ন হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct