অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ই-রিক্সা চলাচলের বিষয় নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। বালুরঘাট সদর ট্রাফিক অফিসে আঞ্চলিক পরিবহন দপ্তর এবং ট্রাফিক বিভাগের তরফে যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিলল মঙ্গল সাহা, আরটিও অনুপম চক্রবর্তী, বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের আইসি অরুণ তামাং সহ পুলিশ ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। জানা গিয়েছে, টোটোর দৌরাত্ম্যের অভিযোগ তুলে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকেরা। এদিকে বিষয়টি নিয়ে বাস মালিকদের সাথে বৈঠক করা হবে প্রশাসনের তরফে। টোটোর দৌরাত্ম্য কমাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এদিনের সাংবাদিক বৈঠকে জানানো হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যাটারিচালিত ই-রিক্সা
চলাচলের সম্পর্কিত একটি গাইড লাইন প্রকাশিত হতে চলেছে। সেই গাইডলাইন অনুসারে আগামী দিনে বিভিন্ন জেলায় ব্যাটারি চালিত টোটো তথা ই-রিকশা চলাচলের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম-কানুন বলবৎ হবে। ব্যাটারি চালিত টোটো বালুরঘাট শহরের বুকে কতদূর পর্যন্ত চলাচল করতে পারবে তা নিয়ে পরিবহন সংস্থা ও ট্রাফিক পুলিশের তরফে যৌথভাবে সার্ভে করা হবে। আসন্ন দুর্গা পূজোয় যান চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে যাতে কোন সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে।
এবিষয়ে ডিএসপি (সদর) বিলল মঙ্গল সাহা জানান, ‘টোটো সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি নিয়ে আমরা পরিবহন দপ্তরের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।’ এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক অনুপম চক্রবর্তী জানান, ‘টোটো সম্পর্কিত ফাইনাল গাইডলাইন প্রকাশ হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct