সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল লালবাগ মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, দিন কয়েক আগে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হয়েছিল বলে অভিযোগ তুলেছিল তার পরিবার। এক সপ্তাহ পার হতে না হতে আবারও চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। মৃতের নাম, ফিরোজা বেওয়া(৭৫)। তার বাড়ি মুর্শিদাবাদ থানার মানিকনগর গ্রামে।
পরিবার সূত্রে খবর, রবিবার রাত থেকে অসুস্থতার কারণে সোমবার সকাল ৬ টার সময় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজা বেওয়া কে। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারবার ডাক্তার কে ডাকা হলেও ডাক্তার আসেনি। মৃতার নাতি সোনারুল ইসলামের অভিযোগ, ‘বারংবার কর্তব্যরত চিকিৎসককে জানানোর জন্য নার্স কে বলেছিলাম। নার্স বাড়ির আমাদের বলেন, তিনি ফোন করে জানিয়েছেন ডাক্তার কে। তবুও হাসপাতালে ডাক্তারের দেখা মেলেনি। অভিযুক্ত ডাক্তার কৃষ্ণেন্দু চক্রবর্তী সেসময় বেড চার্জে ছিলেন, কিন্তু তিনি হাসপাতালে আসেন নি।’
সকাল দশটা নাগাদ চিকিৎসার অভাবে মৃত্যু হয় ফিরোজা বেওয়ার। পরে সাড়ে দশটা নাগাদ কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আসেন বলে অভিযোগ করে মৃতের পরিবার। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ করেছে মৃতের পরিবার।
হাসপাতাল সুপার সুদীপ কান্তি সরকার বলেন, ‘মৃতার পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct