নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে তৃণমূল কংগ্রেসের দলীয় গতভাবে কাকদ্বীপের মৃত আর মৎস্যজীবী পরিবার ও নিখোঁজ একমাত্র জীবের পরিবারের হাতে নগদ আর্থিকভাবে সহযোগিতা করে দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা ও সুন্দরবন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার মৃত মৎস্যজীবী পরিবারের বাড়িতে যান তাদেরকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দলীয়ভাবে তাদেরকে আর্থিক সাহায্য তুলে দেন। এদিন মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন ৮ জন মৎস্যজীবী পরিবার যাতে কোনোভাবে সমস্যা না পড়ে সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয়গতভাবে আর্থিক সাহায্য করা হয় এছাড়া দুটি মৎস্যজীবী পরিবারের দুই সন্তান যাতে পড়াশোনা সমস্যা না হয় তাদের তৃণমূল কংগ্রেসের সাহায্যে দলীয়গতভাবে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংসদ বাপি হালদার। পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে আগামী মঙ্গলবার কাকদ্বীপ বিডিও অফিস থেকে মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হবে। ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও আটজন মৃত অবস্থায় পাওয়া যায় ডুবন্ত টলারের মধ্যে থেকে। কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct