আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা এখন অধরা।
মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যাবেলায় মগরাহাট দু নম্বর ব্লকের অন্তর্গত হরিশংকরপুর এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে একটি বিক্ষোভ সবার আয়োজন করা হয়। উক্ত এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি।
এছাড়াও এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিএমের একাধিক শীর্ষ নেতৃত্বরা। এই সভা থেকে কার্যত রাজ্যের পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে। আরজিকর কান্ডের এক মাসেরও বেশি দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো কেন এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ কিংবা সিবিআই এর আধিকারিকেরা। কোথায় রয়েছে খামতি। কেন রাজ্য পুলিশ ঘটনার ঘটার পর থেকেই এত অসস্ক্রিয় ভূমিকা পালন করছে। যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত সিপিএমের এই বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে এমনটাই হুঁশিয়ারি সুরে বললেন সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন প্রতিকুর রহমান সহ একাধিক সিপিএমের নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct