সাদ্দাম হোসেন মিদ্দে, বারাসত, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বামনমুড়া এ্যাসোসিয়েশন ফুটবল মাঠে অনুষ্ঠিত হল ক্যারাটে খেলোয়াড়দের বেল্ট পরীক্ষা ও সংবর্ধনা। ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকেলে অনুষ্ঠান টি হয়। “শেইসিনকাই লায়ন ক্যারাটে একাডেমি” এদিনের অনুষ্ঠান আয়োজন করে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত “অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” প্রতিযোগিতায় পদক জয়ী ১২ জন প্রতিযোগিতা কে সংবর্ধনা প্রদান করা হয় এদিন। সংবর্ধিত হন অনুর্ধ চোদ্দো বিভাগে পদকজয়ী সুবর্ণ বিশ্বাস, সিরিন সুলতানা ও আরমান মল্লিক। অনুর্ধ তেরো বিভাগের পদকজয়ীদের মধ্যে সংবর্ধিত হন ফারহিদ আনসারী, শুভদ্বীপ রায় ও শান্তনু পাল। সংবর্ধিত হন অনুর্ধ দশ বিভাগের পদকজয়ী দিয়া মন্ডল। পদকজয়ী দ্বীপ মন্ডল অনুর্ধ নয় বিভাগে সংবর্ধিত হন। সংবর্ধিত হন অনুর্ধ আট বিভাগের পদকজয়ী বাপন ঘোষ ও সন্দীপ দাস। অনুর্ধ ছয় বিভাগে পদকজয়ী সায়ন মন্ডল ও দেবারতি ঘোষ সংবর্ধিত হন।
৫২ জন শিক্ষার্থী কে এদিন বেল্ট প্রদান করা হয়। এর মধ্যে ইয়েলো বেল্ট ৩২ টি। গ্রিন বেল্ট ৮টি। ওরেঞ্জ বেল্ট ৬ টি। ব্লু ও পার্পেল বেল্ট ২ টি করে। পার্পেল এস টি এবং ব্রন থ্রি আর ডি কিউ ১ টি করে। বেল্ট পরীক্ষা গ্রহণ করেন শেইসিনকাই লায়ন ক্যারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক শেনসি মিটুন পাসওয়ান ও সহ প্রশিক্ষক শেনসি প্রিয়া বর্মন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা মডেল মাদ্রাসার (ইংরেজি মাধ্যম) প্রধান শিক্ষক আব্দুল আনসারী ও সহ শিক্ষক বুরহান উদ্দিন, শ্রী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রসাদ, চৌমোহ ক্লাবের ক্রীড়া সম্পাদক হাকিম আলি, বামনমুড়া এ্যাসোসিয়েশনের সদস্য সুশান্ত সেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct